Wellcome to National Portal
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ নভেম্বর ২০২১

হিসাব ও নিরীক্ষা কর্মকর্তার কর্মপরিধি

(১)নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্তাবধানে হিসাব ও নিরীক্ষা শাখার শাখা প্রধান হিসেবে উক্ত শাখার সমুদয় দায়িত্ব ও কর্তব্য সম্পাদন;

(২)পরিষদের এবং পরিষদে হস্তান্তরিত বিভাগগুলির আর্থিক লেনদেনের হিসাব ও নিরীক্ষার তত্তাবধান;

(৩)অভ্যন্তরীণ নিরীক্ষা ও সরকারী নিরীক্ষা সম্পর্কিত সমুদয় কার্য;

(৪)পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বিলসহ যাবতীয় বিল প্রস্তুত ও নিরীক্ষা করিয়া নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উপস্থাপন;

(৫)পরিষদের হস্তান্তরিত বিভাগগুলির কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বিলসহ যাবতীয় বিল নিরীক্ষা করিয়া মুখ্য নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উপস্থাপন;

(৬)সংস্থাপন ও ব্যবস্থাপনা বাজেটের আওতাভুক্ত যাবতীয় ব্যয় বিল প্রস্তুত ও নিরীক্ষা করিয়া নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উপস্থাপন;

(৭)উন্নয়ন বাজেটের আওতাভুক্ত সমুদয় অনুমোদিত বিল যাহা প্রকৌশল বিভাগ কর্তৃক প্রস্তুত এবং নির্বাহী প্রকৌশলীর  মাধ্যমে প্রেরিত উহার যথার্থতা সম্পর্কে নিশ্চিত হইয়া চেক উপস্থাপন;

(৮)অনুমোদিত বিলের অনুকূলে সমুদয় চেক লিখিয়া মুখ্য নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উপস্থাপন;

(৯)পরিষদের তহবিল এবং হস্তান্তরিত বিভাগগুলোর অর্থের হিসাব সংরক্ষণ;

(১০)চেক বই সংগ্রহ, সংরক্ষণ এবং পাশ বই, ক্যাশ বই, যাবতীয় নথি ও রেজিষ্টার যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিতকরণ;

(১১)বাজেট প্রস্তুতকরণ;

(১২)হিসাব ও নিরীক্ষা শাখার কর্মচারীদের কার্যাদি তদারকী;

(১৩)সমুদয় বিল-ভাউচার ও শাখার সমুদয় নথি ও রেকর্ডপত্র সংরক্ষণ;

(১৪)হিসাব ও নিরীক্ষা শাখার কর্মচারীদের ছুটি, বার্ষিক বেতনবৃদ্ধি ইত্যাদিসহ যাবতীয় সংস্থাপন ও প্রশাসনিক বিষয়ে মতামত/সুপারিশ নিবাহী কর্মকর্তার নিকট প্রেরণ;

(১৫)হিসাব নিরীক্ষা শাখার কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রতিদিন দৈনিক হাজিরা রেজিষ্টার পরীক্ষা করিয়া স্বাক্ষর করত: নির্দিষ্ট সময়ে নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ;

(১৬)আর্থিক বিষয়ে প্রয়োজনীয় মতামত প্রেরণ;

(১৭)নির্বাহী কর্মকর্তার সমুদয় দায়িত্ব ও কর্তব্য পালনে সহায়তা করা;

(১৮)হিসাব ও নিরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় প্রতিবেদন ও বিবরণী প্রস্তুতকরণ ও সংরক্ষণ;

(১৯)প্রশাসনিক কর্মকর্তার অনুপস্থিতিতে তাঁহার দায়িত্ব ও কর্তব্য