খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসরত উপজাতীয় অধিবাসী সহ সকল নাগরিকের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষা ও অর্থনৈতিক অধিকার সমুন্নত এবং আর্থসামাজিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৯৮৯ সনের ২০ নং আইন দ্বারা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ গঠিত হয়। পূর্ববর্তী এবং সংশোধিত আইন অনুসারে একজন চেয়ারম্যান, একুশজন উপজাতীয় সদস্য এবং নয়জন অ-উপজাতীয় সদস্যদের সমন্বয়ে পরিষদ গঠন করার বিধান রয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উপজাতীয় সদস্য পদ নির্বাচনে – চাকমা, মারমা ও ত্রিপুরা গোষ্ঠীর প্রতিনিধিত্ব অবশ্যই থাকতে হবে। জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণ জনসাধারণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের অনুপস্থিতিতে সরকার কর্তৃক গঠিত অর্ন্তবর্তীকালীন পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা করে।
• যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দীর্ঘ মেয়াদী ও স্বল্পমেয়াদী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন ;
• পরিষদের বাজেট প্রস্তুত ও অনুমোদন;
• পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন; মানব সম্পদ উন্নয়ন ;
• আর্ন্তজাতিক দাতা সংস্থার সহযোগিতায় উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন;
• শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পর্যটন এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন ;
• হস্তান্তরিত বিভিন্ন সরকারী বিভাগের উন্নমূলক কার্যক্রমের তত্ত্বাবধান, তদারকি ও সমন্বয় সাধন; কৃষি, মৎস্য ও প্রানি সম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহণ;