ভিশনঃ
উন্নত-সমৃদ্ধ খাগড়াছড়ি ।
মিশনঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার উপজাতীয় জনগোষ্ঠিসহ সকল নাগরিকের মৌলিক অধিকার সমুন্নতকরণের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন।
উদ্দেশ্য :
কার্যাবলী :
অঙ্গীকারঃ
• জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন;
• জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকল্পে জনসংখ্যা অনুপাতে সকল জনগোষ্টির জন্য প্রকল্প/কর্মসূচী গ্রহণ;
• উন্নয়ন পরিকল্পনা প্রণয়ণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ;
• পরিষদের কর্মদক্ষতা ও গতিশীলতা আনয়নে পদক্ষেপ গ্রহণ;
• সচিবালয় নির্দেশিকা অনুসরণে নির্ধারিত সময় সীমার মধ্যে সকল বিষয় নিষ্পত্তিকরণ;
• নিয়মিত তদারকি/পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন সহানীয় কর্তৃপক্ষসহ বিভাগ/শাখার কর্মদক্ষতা বৃদ্ধিসহ সমন্বয় সাধন;
• যথাসম্ভব দ্রুততার সাথে কার্যাদি সম্পন্ন করণ;
• সেবা গ্রহিতাদের সাথে বন্ধুসুলভ আচরণ এবং আইনী কাঠামোর মধ্যে সর্বপ্রকার সহযোগিতা প্রদান;
• স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অর্পিত দায়িত্ব পালন;
• পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে পদক্ষেপ গ্রহণ;
• সুশাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন;
• সরকারী সমপদ ব্যবহারে সাশ্রয়ী ও মিতব্যয়ীতা নিশ্চিতকণ;
• সর্বক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে নিরপেক্ষতা বজায় রাখা;
• নারী পুরুষের সম্পর্ক উন্নয়ন ও সমতা আনয়নে সক্রিয় ভূমিকা পালন এবং
• সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রাখা ও প্রথাগত ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতা প্রদান ।