Wellcome to National Portal
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০২৫

ইনোভেশন টিম

ইনোভেশন টিমঃ

জনগণের দোর গোড়ায় সরকারি সেবা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি এবং সেবাকে অধিকতর জনবান্ধব করা ।  কাজের গতিশীলতা এবং উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা দ্রুত ও সহজিকরণের পন্থা উদ্ভাবন ও চর্চার জন্য ইনোভেশন টিম গঠন করা হয়। ইনোভেশন টিমের সদস্য সংখ্যা ৬ জন। 

১।

জনাব সুমন চৌধুরী          

মুখ্য নির্বাহী কর্মকর্তা  ( টিম প্রধান )

২।

জনাব  

নির্বাহী কর্মকর্তা(ফোকাল পয়েন্ট)

৩।

জনাব প্রতিপদ দেওয়ান

নির্বাহী প্রকৌশলী(সদস্য)

      ৪। জনাব মো: আব্দুর রাজ্জাক প্রশাসনিক কর্মকর্তা(সদস্য)

৫।

জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম

হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা(সদস্য)

৬।

জনাব প্রভাঙ্কর দেওয়ান

আইটি কর্মকর্তা (সদস্য)

 

 

 

 

 

 

 

 

 

ইনোভেশন টীম গঠনের মূল লক্ষ্যঃ

  • সরকারের প্রতিটি দপ্তরে সেবা প্রদান এবং অভ্যন্তরীণ কর্মপ্রক্রিয়ায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে সৃজনশীল চর্চার সংস্কৃতি এবং ক্ষেত্র তৈরি করা;
  • এরূপ সৃজনশীলতাকে সরকারের প্রতিটি পর্যায়ে প্রাতিষ্ঠানিকিকরণ;
  • সরকারি কর্মকান্ডে সৃজনশীল উদ্যোগকে ক্রমান্বয়ে একটি নিয়মবদ্ধ বিষয় হিসাবে প্রতিষ্ঠা করা।

ইনোভেশন টিমের  কাজঃ

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারীকৃত প্রজ্ঞাপনে ইনোভেশন টিম এবং চিফ ইনোভেশন অফিসার/ইনোভেশন অফিসারের কার্যক্রম কার্যপরিধি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এ কার্যপরিধি অনুযায়ী ইনোভেশন টিমের কার্যক্রম প্রধানত: নিম্নরূপ-

  • পরিবর্তনের রূপকার হিসাবে সরকারি কাজকর্মে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও নেতৃত্ব প্রদান করা;
  • সেবা প্রদান পদ্ধতি সহজিকরণ করা;
  • ই-সেবা সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখা;
  • আইসিটি বিষয়ক জাতীয় নীতিমালা ও কৌশল বাস্তবায়ন; এবং
  • নিজ অধিক্ষেত্রে উদ্ভাবন ও আইসিটি বিষয়ক কার্যক্রমে প্রতিনিধিত্ব করা।